কি কি নিয়ম মেনে খুলতে চলেছে স্কুল ? জেনে নিন নয়া নির্দেশিকা । এম ভারত নিউজ

Mbharatuser
1 0
Read Time:2 Minute, 31 Second

কোভিড বিধি মেনেই এবার খুলতে চলেছে এ রাজ্যের স্কুল। এবার পঠনপাঠন চালানোর জন্য নয়া নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। করোনা বিধি মেনে প্রয়োজনে সকাল ও দুপুর দু’টি শিফটে ভাগ করা যেতে পারে স্কুলের সময়। প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগে করোনা নিয়ে অন্তত ১০ মিনিট সময় নিয়ে পড়ুয়াদের সচেতন করতে হবে। পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতি বেঞ্চে দু’জনের বদলে এক জন পড়ুয়া বসানো বাধ্যতামূলক। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু করার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কী হবে, তারও নির্দেশিকা এ দিন জারি করেছে শিক্ষা দফতর। যদিও শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, ‘অ্যাকাডেমিক গাইডলাইন’ বা পঠনপাঠন সংক্রান্ত নির্দেশিকা পরে প্রকাশিত হবে।

এ দিনের নির্দেশিকায় স্কুলে পোস্টার,সিম্বলের মাধ্যমে পড়ুয়াদের করোনা-সচেতন করার কথাও বলা হয়েছে। কোভিড বিধি মেনে স্কুল চালাতে গেলে শিক্ষকদের কী কি করণীয়, তারও নির্দেশ দেওয়া হয়েছে। করোনার ব্যাপারে সতর্ক করা হয়েছে অভিভাবকদেরও। নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস শুরুর আগে যাতে কোনও রকম হুড়োহুড়ির জেরে সংক্রমন বৃদ্ধি না পায়, সেই জন্য স্কুল শুরুর ৬০ মিনিট আগে থেকেই পড়ুয়াদের ঢোকার অনুমতি দিতে হবে। সব পড়ুয়া নিজের জলের বোতল আনবে, সঙ্গে মাস্ক ও স্যানিটাইজারও নিজেদের আনতে হবে। নিজস্ব বই বা পেন বা কোনরকম বস্তু অন্যদের ব্যবহার করতে দেওয়া যাবে না। এই মুহূর্তে মিড ডে মিল শুরু না হলেও পরবর্তী সময়ে করোনা বিধি মেনে শুরু করা হতে পারে মিড ডে মিল। স্কুলে প্রতিদিন থার্মাল স্ক্যানিং-ও বাধ্যতামূলক এমনটাই জানিয়েছে শিক্ষা দফতর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফেসবুকের নয়া নাম ! 'মেটা'—তেই মিটল স্বাদ । এম ভারত নিউজ

জল্পনা শুরু হয়েছিল এক সপ্তাহ আগেই। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। বৃহস্পতিবার ফেসবুকের অভিভাবক সংস্থার নয়া নাম ঘোষণা করলেন মার্ক জুকারবার্গ। এ যাবৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই সমস্ত জনপ্রিয় অ্যাপগুলির অভিভাবক সংস্থা ছিল ‘ফেসবুক’। কিন্তু এবার বদলে গেল সেই অভিভাবক সংস্থার নাম। এবার থেকে […]

Subscribe US Now

error: Content Protected