ইতিমধ্যেই কলকাতায় চলে এসেথেকে, দ্বিতীয় স্ট্রেনের ভাইরাস। সূত্রের খবর অনুসারে এই মাসের ২০ তারিখে বিদেশ থেকে আসা এক যুবকের শরীরে পাওয়া গেছে এই দ্বিতীয় স্ট্রেনের ভাইরাস। জানা গেছে তিনি ও ব্রিটেন থেকেই এসেছেন। এয়ারপোর্টে তার টেস্ট করা হলে , কোন রকমের সংক্রমনের হদিস পাওয়া যায়নি তবে পরবর্তীতে তাকে মেডিকেল কলেজের আইসোলেশন বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে প্রমাণিত হয়, তার শরীরেরও দানা বেঁধেছে এই দ্বিতীয় স্ট্রেনের ভাইরাস। এছাড়াও গোটা দেশজুড়ে নতুন সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন এ। এই নিয়ে মোট ৩৪ জন ব্যক্তির শরীরে পাওয়া গেছে এই ভাইরাস।

স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, যে সকল ব্যক্তিদের শরীরে নতুন স্ট্রেনের ভাইরাস পাওয়া গেছে তারা প্রত্যেকেই বিদেশ ফেরত। ইতিমধ্যেই দিল্লিতে বেশ কয়েকজন মহিলা শরীরেও পাওয়া গেছে এই ভাইরাস। পাশাপাশি ত্রিপুরাতে পাওয়া গেছে এই ভাইরাস এর নমুনা। এমনকি শুধু ভারতবর্ষে নয় পাশাপাশি পাকিস্তান ও আমেরিকার কলোরাডো তে এই নতুন স্ট্রেনের ভাইরাসের সাক্ষাৎ পাওয়া গেছে।
তবে নিশ্চিন্ত করেছে ভারত বায়োটেক তারা জানিয়েছেন তাদের তৈরি কো-ভ্যাকসিন মোকাবিলা করতে সক্ষম এই নতুন স্ট্রেনের ভাইরাসের। দেশজুড়ে হাজার হাজার স্বেচ্ছাসেবক কাজ করে চলেছেন ভ্যাকসিনের ট্রায়ালের। এমত অবস্থায় ভাইরাসের স্টেন চেঞ্জ করা খুবই স্বাভাবিক , জানিয়েছেন ভারত বায়োটেক।