মৃত্যুমিছিল মায়ানমারে, জনগণ ভারতের দ্বারস্থ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

সেনাশাসনের বিরুদ্ধে গত দু’মাস ধরেই বিক্ষোভে উত্তপ্ত মায়ানমার। তবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার এক দশক হয়নি এখনও আর তার আগেই পুরো দেশের ক্ষমতার দখল নিয়েছে সেনাবাহিনী। ইতিমধ্যে সামরিক বাহিনীর শাসনের প্রতিবাদে বহু মানুষের মৃত্যু হয়েছে।

সাধারণ মানুষ তো অনেক মামুলি বিষয় , নোবেলজয়ী স্টেট কাউন্সিলারের প্রধান আং সাং সু কি এবং প্রেসিডেন্ট উইন মিন্ত সহ শীর্ষ নেতারা ইতিমধ্যেই বন্দি রয়েছেন সেনাবাহিনীর হাতে। মায়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে বহু মানুষ অন্যান্য দেশে পালিয়ে গেছে, তার মধ্যে বেশির ভাগটাই এসেছে ভারতে। শনিবার অন্তত ৫০ জন নিহত হয়েছেন সেনার গুলিতে। দেশের সামরিক বাহিনীর শাসনের প্রতিবাদ করায় এত মানুষের মৃত্যু হয়েছে মায়ানমারে। এক কথায় বলতে গেলে রক্তস্নাত মায়ানমার এখন ভারতের দ্বারস্থ।

তারপরে একটি সংবাদ মাধ্যমের সম্প্রচার চলাকালীন জেনারেল মিন আং হ্ল্যাং বলেন গণতন্ত্র রক্ষার স্বার্থেই সাধারণ মানুষের সাথে মিলে কাজ করতে চায় সামরিক বাহিনী । রীতিমতো রক্তে ভাসছে মায়ানমার ।পুরো শহর জুড়ে চলছে মৃত্যু-মিছিল , এরই মধ্যে সামরিক বাহিনীর একটি অতি শক্তিশালী কুচকাওয়াজের প্রদর্শন করা হয় মায়ানমারে। যদিও বিশেষজ্ঞমহলে এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হীরক রাজার ৯১তম জন্মদিন স্মরণে দুই বাংলা । এম ভারত নিউজ

বাংলা তথা ভারতের নাট্যসমাজের এক আশ্চর্য, তুলনাহীন ব্যক্তিত্বের নাম উৎপল দত্ত। বাংলা গণনাট্য আন্দোলনের সময়ে বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার উৎপল দত্তের ৯১ তম জন্মবার্ষিকী আজ। তিনি আজকের দিনেই পূর্ব বাংলার বরিশালে জন্মেছিলেন। কর্মজীবনে তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। তিনি হিন্দি […]

Subscribe US Now

error: Content Protected