
বাঙালির গর্ব পৃথ্বীরাজ। কি করেছেন? জানলে অবাক হবেন। যে পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়ার সংঘাতের মাঝে মানুষ ভীত, আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাড়ি ফেরার। ভয়, আতঙ্কে যেখানে মাটি ছাড়ছে মানুষ সেখাননেই গোলা-গুলি, বোমা বর্ষণের মাঝে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরোনোর জন্যে যুদ্ধক্ষেত্রেই মাটি কামড়ে পড়ে রয়েছেন এই বাঙালি চিকিৎসক অধ্যাপক ড: পৃথ্বীরাজ ঘোষ। কলকাতার বাসিন্দা বছর ৩৭ এর এই ব্যক্তির মত, “আমি পালাতে শিখিনি, ওদের জন্য পড়ে রয়েছি।” ওরা মানে তাঁর ছাত্রছাত্রীরা। ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া অসংখ্য ভারতীয় পড়ুয়া। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা করার পর যাঁরা ভয়ানক বিপদে পড়েছেন। বেশ কিছু পড়ুয়া ইতিমধ্যে দেশে ফিরতে পারলেও এখনও অনেকেই আটকে। তিনি জানান, “৩৫০ জন পড়ুয়াকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছি৷ এদের সিংহভাগই আমার ছাত্র-ছাত্রী৷ কিন্তু এখনও আমার অনেক পড়ুয়া আটকে রয়েছেন৷ তাঁদের দেশে না ফিরিয়ে আমি একা নিজের প্রাণ নিয়ে ফিরে যাব কী করে!’’ সারা দেশ শুধু নয় গোটা বিশ্বের কাছেই আজ তিনি বাস্তব জীবনের সুপারহিরো।