ফের উত্তপ্ত ভূস্বর্গ, শ্রীনগরে জঙ্গিহামলায় মৃত ১ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 18 Second

ফের রক্তাক্ত ভূস্বর্গ। সোমবার সন্ধ্যেবেলায় এক কাশ্মীরি পণ্ডিতের দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। তাদের গুলিতে প্রাণ হারিয়েছেন দোকানেরই এক কর্মচারী মহম্মদ ইব্রাহিম। ঘটনার পরই আপাতত এলাকা ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। জঙ্গিদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। এর আগে গত সোমবারই কাশ্মীরের বাটমালু এলাকায় নিজের বাড়ির সামনেই জঙ্গি হামলার শিকার হয়েছিলেন এক পুলিশ কর্মী। তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই ফের মারা গেলেন এক নিরীহ ব্যক্তি। জানা গিয়েছে, শ্রীনগরের বোহরি কাদাল অঞ্চলে ওই দোকানটির অবস্থিত। সন্দীপ মাওয়া নামের এক কাশ্মীরি পণ্ডিত ওই দোকানটির মালিক। এদিন জঙ্গি আক্রমণের ঠিক আগে তিনি দোকান থেকে বেরিয়ে গাড়িতে করে নিজের বাড়ি ফিরে যান। তারপরই দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলার পরেই রক্তাক্ত ইব্রাহিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানেই মৃত্যু হয় তাঁর। এই হামলার খবর পেয়েই সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায় পুলিশ। তৎপরতার সঙ্গে আসা-যাওয়ার পথ বন্ধ করে দিয়ে শুরু করা হয় চেকিং।

জানা গিয়েছে, আক্রান্ত দোকানের মালিক সন্দীপ মাওয়া মাখনলাল বিন্দ্রু নামের এক নামী ওষুধ ব্যবসায়ীর আত্মীয়। গত অক্টোবরেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন মাখনলাল। অন্যদিকে, সন্দীপের বাবা রোশনলাল মাওয়াকেও তাঁর দোকানের বাইরেই গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। এবার সন্দীপের দোকানকে টার্গেট করে হামলা চালাল জেহাদিদের। ইতিমধ্যেই জাঁবাজ ফোর্স নামের এক জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, সরকারি এজেন্সির হয়ে কাজ করতেন সন্দীপ ও তাঁর বাবা। তাঁরা কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দাদের প্রতিষ্ঠিত হতেও সাহায্য করতেন। জঙ্গি গোষ্ঠীর এই বক্তব্য থেকে পরিষ্কার, ভূস্বর্গ কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দাদের উপরে যে ভাবে সাম্প্রতিক সময়ে হামলা চালাচ্ছে জঙ্গিরা সেই চক্রান্তেরই অংশ হিসেবে সোমবার সন্দীপের দোকানে হামলা চালায় ওই জেহাদিরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের রাজধানীর রাস্তায় প্রকাশ্যে এনকাউন্টার! । এম ভারত নিউজ

ফের রাজধানীর রাস্তায় প্রকাশ্যে চলল গুলির লড়াই। পুলিশ-দুষ্কৃতীর মধ্যে চলা এই এনকাউন্টারে গুরুতর জখম হয়েছেন ২ পুলিশকর্মী। আহত হয়েছে এক দুষ্কৃতীও। তার পায়ে গুলি লেগেছে বলেই জানা যাচ্ছে। মঙ্গলবার ভোরে দিল্লির এইমসের সামনে এই গুলির লড়াইয়ের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপাতত ওই এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সূত্রের […]

Subscribe US Now

error: Content Protected