করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত স্পেনের ১১ জন নাগরিক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

ফ্রান্সের পর এবার স্পেনে হামলা করল ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস। আক্রান্ত হলেন ১১জন স্প্যানিশ নাগরিক। কিছুদিন আগে এই ভ্যারিয়েন্টেই আক্রান্ত হয়েছিলেন ফ্রান্সের তিনজন নাগরিক। স্পেনের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই কথা জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত পরিষ্কার হবে জানা যায়নি কি করে ভারতীয় ভেরিএন্টের করোনা ভাইরাস ওই দেশে পৌঁছল। মন্ত্রী ক্যারোলিনা ডারিয়াস জানিয়েছেন, বর্তমানে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে দুই ধরনের ভাইরাসের সাধারণত মানুষ আক্রান্ত হচ্ছে । চিকিৎসকরা বোঝার চেষ্টা করছেন ভারতীয় ভেরিয়েন্টের এই করোনাভাইরাস কিভাবে ওদেশে পৌঁছল এবং ওই তিনজন ব্যক্তি ছাড়া আর কেউ সংক্রমিত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে ইতিমধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের যে সমস্ত ক্যাফে রেস্তোরাঁ রয়েছে তা এবার ধীরে ধীরে খোলা হবে, কারণ সে দেশে সংক্রমণ রুখতে এক মাসের কড়া লকডাউনের ঘোষণা করা হয়েছিল সে দেশের সরকারের তরফ থেকে। মূলত সেই দেশের তিনজন নাগরিক ভারত থেকে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনাভাইরাস নিয়ে নিজেদের দেশে পৌঁছয় ফলে নিজেদের দেশকে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । তবে দেশবাসীর অসুবিধার কথা মাথায় রেখে আগামী ১৯ মে থেকে বেশ কিছু বিধি নিষেধ মেনে খুলবে মিউজিয়াম, সিনেমাহল, থিয়েটার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শীতলকুচি নিয়ে বড় ঘোষণা, মৃতদের পরিবার পিছু চাকরির আশ্বাস মমতার । এম ভারত নিউজ

চতুর্থ দফার ভোটের দিন বেশ কিছু কারণে শিরোনামে উঠে এসেছিল কোচবিহারের শীতলকুচি। ভোটের দিন শীতলকুচির 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় প্রথমবার ভোট দিতে আসা বছর ১৮ এর যুবক আনন্দ বর্মন সহ আরও ৪ জনের।এরপরওম এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হয় বঙ্গ ভোটের ময়দানে। কখনও বিজেপির তরফে অভিযোগ […]

Subscribe US Now

error: Content Protected