সংক্রমণ ঠেকাতে কাল থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধের নির্দেশ সরকারের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 17 Second

দেশজুড়ে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে, বেশ কয়েকটি রাজ্যের অবস্থাও আশঙ্কাজনক|করোনার দ্বিতীয় ঢেউ  ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এমতবস্থায় রাজ্য সরকার আবার সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার অর্থাৎ কাল থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, অনির্দিষ্টকালের জন্য এই ছুটি দেওয়া হল।  সোমবার বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে খবর।

গত বছর কোভিড পরিস্থিতির জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। চলতি বছরে অর্থাৎ বছরের শুরুতেই কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ফেব্রুয়ারি মাসে স্কুল খোলা হয় কোভিড বিধি মেনেই ।শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হচ্ছিল। স্কুল খোলায় নিয়মিত স্কুলে আসতে হচ্ছিল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের। কিন্তু আগের মাস থেকে ফের পরিস্থিতি খারাপ হচ্ছে। করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় গরমের ছুটি এগিয়ে এনে স্কুলগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন। তাঁর কথায়, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বেসরকারি স্কুলগুলি কি এই সিদ্ধান্ত মানবে অর্থাৎ স্কুল বন্ধ রাখবে তা এখনও স্পষ্ট নয়।

স্কুল খোলার আগেই মাধ্যমিক বোর্ড সূচি প্রকাশ করেছিল। তাতে জানানো হয়েছিল ২০২১ সালের মাধ্যমিক শুরু হবে পয়লা জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ জুন। কর্মশিক্ষা শেষ হবে ৮ জুলাই এবং শারীরশিক্ষা শেষ হবে ২৫ জুন। কিন্তু এভাবে সংক্রমণ বাড়তে থাকলে সেই পরীক্ষা আদও হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে CBSE-এর দশম শ্রেণির পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে, এছাড়াও পিছিয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বাতিল হয়েছে  JEE মেইনস। রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের কি ভূমিকা অর্থাৎ কোন পথে হাঁটবেন তার দিকে তাকিয়ে শিক্ষামহল|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সংক্রমণ রুখতে উদ্বিগ্ন কেন্দ্র-রাজ্য সরকার । এম ভারত নিউজ

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমনের মাত্রা ঝড়ের গতিতে বাড়ছে। তাতে উদ্বিগ্ন হয়েছেন দেশের প্রধানমন্ত্রীএবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একদিকে যেমন উদ্বিগ্ন হয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তেমনি রাজ্যের প্রশাসনিক মহলের সর্বোচ্চ তৎপরতা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সংক্রমনের মাত্রার দিক থেকে দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছে ভারতবর্ষ । প্রতিদিনের দৈনিক […]

Subscribe US Now

error: Content Protected