দিল্লির সংক্রমণে রাশ টানতে নজরে ‘হটস্পট’ এলাকার দোকান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 23 Second

নিউ নর্মালে রাজধানীতে সংক্রমণের ঢেউ। কিছুতেই লাগাম দিতে পারছে না কেজরী সরকার। আর তাই এবার ‘হটস্পট’ হিসাবে পরিচিত বাজারগুলিও আপাতত বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেইসঙ্গে বিয়েবাড়িতে আমন্ত্রিতের ঊর্ধ্বসীমা আগের মতোই ৫০ জনে বেঁধে দেওয়ার সিদ্ধান্তও নিলেন তিনি। তবে সিদ্ধান্তগুলি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অনিল বৈজলের কাছে।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ” দীপাবলির সময় শহর জুড়েই বিভিন্ন বাজারে প্রচুর ভিড় হয়েছে, কেউ কেউ সামাজিক দূরত্ব তো দুরস্ত মাস্কও ব্যবহার করেননি এককথায় কোভিড বিধি ভেঙেছেন, সেকারণে সংক্রমণও লাগামছাড়া হয়ে গিয়েছে”। পাশাপাশি এদিন দিল্লিবাসীকে কোভিড বিধি মেনে চলার জন্য ‘করজোড়ে’ আবেদন জানান কেজরিওয়াল।

দিল্লির এমন পরিস্থিতিকে সংক্রমণের তৃতীয় ঢেউ বলছেন বিশেষজ্ঞরা। তবে অক্টোবরের শেষ দিক থেকেই সংক্রমণ বাড়ছে দিল্লিতে। গত ৩ নভেম্বর দিল্লিতে দৈনিক সংক্রমণ ৬ হাজার ৭২৫-এ গিয়ে ঠেকেছিল। ৩ দিন পর তা নতুন রেকর্ড করে পৌঁছয় ৭ হাজারে। শেষ পর্যন্ত গত ১১ নভেম্বর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল্লিতে দৈনিক সংক্রমিতের সংখ্যা দাঁড়ায় সাড়ে ৮ হাজারেরও বেশি। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। এবার তাই সংক্রমণের রাশ টানতে তৎপর দিল্লি সরকার। ‘হটস্পট’ চিহ্নিত দোকান বন্ধের জন্য কেন্দ্রকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নেটজুড়ে ভাইরাল তৈমুরের মিষ্টি গান, দেখুন ভিডিও । এম ভারত নিউজ

পরবর্তী ছবি ‘ভূত পুলিশ’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত সইফ আলি খান, স্ত্রী করিনা কাপুর খান ও ছেলে তৈমুর আলি খানকে নিয়ে এই সময়ে রয়েছেন ধর্মশালাতে কোয়ালিটি সময় কাটানোর জন্য। করিনা দ্বিতীয়বার মা হতে চললেও ছেলে তৈমুর এখনও তাঁর সবচেয়ে আদরের। রাজ পরিবারের এই খুদে সদস্য ছোট্টবেলা থেকেই নানা ভাবে দর্শকদের মন […]

Subscribe US Now

error: Content Protected