কাবুল থেকে ফিরিয়ে আনা সর্বোচ্চ কঠিন উদ্ধারকাজ , বাইডেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

আফগানিস্তান থেকে মার্কিনিদের দেশে ফিরিয়ে আনা সবচেয়ে কঠিনতম উদ্ধারকাজ বলে দাবি করলেন আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। উল্লেখ্য গত পনেরোই আগস্ট কাবুল দখল করেছে তালিবান । আর তারপর থেকেই নিজস্ব সরকার গঠনের দাবিতে প্রায় প্রতিদিনই বৈঠক করে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই মার্কিনীদের দেশে ফেরাতে তৎপর হয়েছে বাইডেন প্রশাসন। পাঠানো হয়েছে পাঁচ হাজার মার্কিন সেনা। তবে তালিবানদের দখল থেকে মার্কিনীদের ফিরিয়ে আনা খুব একটা সহজ কাজ হবে না বলেই মনে করছেন তারাও। তাই প্রতিদিনই বিমানে করে দেশে ফেরানো হচ্ছে মার্কিনীদের। এখনও পর্যন্ত ১৩০০০ মার্কিনীকে দেশে ফেরানো সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল তালিবান আফগানিস্তানের প্রসঙ্গে হোয়াইট হাউসে বক্তব্য রাখেন বাইডেন। সেখানে তিনি বলেন, ‘‘ ইতিহাসের সবচেয়ে কঠিনতম উদ্ধারকাজ এটি। আমি এখনও পর্যন্ত জানি না শেষ অব্দি ঠিক কী হবে। কিন্তু প্রতিটি আমেরিকানকে দেশে ফিরিয়ে আনা আমাদের কর্তব্য। সেই সঙ্গে যে সব আফগান এখনও পর্যন্ত আমেরিকায় আসতে চান তাঁদের নিয়ে আসারও চেষ্টা করা হচ্ছে।’’ তিনি আরও বলেন,‘‘এখনও পর্যন্ত ১৩ হাজার মানুষকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে ঠিক কত জন আটকে রয়েছেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা আমাদের কাছে নেই। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, যে সমস্ত মার্কিনী দেশে ফিরতে চান তাঁদের অবশ্যই ফিরিয়ে আনা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যের যে কোন প্রান্ত থেকেই করা যাবে রেশন-আধার সংযুক্তিকরণ । এম ভারত নিউজ

রেশন কার্ড ও আধার সংযুক্তিকরণ নিয়ে জারি করা হল নয়া নির্দেশিকা। জানা যাচ্ছে, রাজ্যের যে কোন প্রান্ত থেকেই এখন থেকে করা যাবে রেশনকার্ড- আধার সংযুক্তিকরণ। এমনই এক নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যে বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ড ও আধার সংযুক্তিকরণ। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ ফেলে নিজের জেলায় ফিরে […]
News_854

Subscribe US Now

error: Content Protected