তালিবানের কাছে আত্মসমর্পণ করতে নারাজ আফগানিস্তানের আমরুল্লা সালেহ। হ্যাঁ! তালিবানদের কাছে আত্মসমর্পণের কোন প্রশ্নই ওঠে না, এমনই হুংকার দিলেন আফগানিস্তানের উপরাষ্ট্রপতি। গত ১৫ আগস্ট আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। আর তারপর থেকেই নিজেদের শাসন কায়েম করার চেষ্টা করে চলেছে তারা ।এমনকি কাবুলকেও নিজেদের করায়ত্ত করতে সক্ষম হয়েছে এই জঙ্গিগোষ্ঠী । তবে সব সম্ভব হলেও এখনও পর্যন্ত পঞ্জশির নিয়ে চিন্তায় রয়েছে তালিবানরা । আর এই পঞ্জশিরকে হাতিয়ার করেই ভারতীয় এক বিখ্যাত সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন , ‘আফগানিস্তাকে তালিবানিস্তান হতে দেওয়া যাবে না। এছাড়াও পঞ্জশির দখলের যে দাবী তালিবানরা করেছে ভিত্তিহীন। পঞ্জশিরের সাধারণ মানুষ যে কোন কঠিন পরিস্থিতির জন্য নিজেদের তৈরী রাখে। তাঁরা তালিবানদের রুখে দিতে সমর্থ। ‘
উপরাষ্ট্রপতি আরও বলেন, পঞ্জশির কখনই তালিবান জঙ্গিগোষ্ঠীর সামনে মাথা নত করবে না। শান্তির পক্ষে থেকে যদি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান সম্ভব হয় ,তাহলে তালিবানদের সঙ্গে সমঝোতায় যেতে পারে পঞ্জশির। নতুবা তালিবানরা যদি আক্রমণাত্মকভাবে পঞ্জশির দখলের চেষ্টা করে, তাহলে তার পাল্টা জবাব দিতেও তৈরি আমরা। ‘