কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্ট। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো নিষিদ্ধ করল দেশের শীর্ষ আদালত। ১০ নভেম্বর সুভাষ সরোবরেও ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজোর ওপর গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের স্থগিতাদেশ চেয়ে KMDA-র করা মামলার শুনানি ছিল। এদিন সেই শুনানিতে KMDA-র আবেদন কার্যত খারিজ করে দেন বিচারপতি ইউ ললিত। পাশাপাশি আগামী ২৩ নভেম্বর ফের বিচারপতি ফালি নরিম্যানের বেঞ্চে মামলাটির শুনানি হবে।

প্রসঙ্গত রবীন্দ্র সরোবরে ছটপুজো করা নিয়ে আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। বিষয়টি নিয়ে কেএমডিএ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে তাতেও কিছু লাভ হল না। কারণ শীর্ষ আদালত কার্যত তাদের আবেদন খারিজ করে দেয়। অন্যদিকে ১০ নভেম্বর সুভাষ সরোবরেও ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। সেখানেও হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে এবছর কোন হ্রদেই ছট পুজোর অনুমতি পাওয়া গেল না। দুটি ক্ষেত্রেই গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে জানিয়েছে আদালত।

এদিকে, এদিনের নির্দেশের পর KMDA-র কোনও আধিকারিক সংবাদমাধ্যমের কাছে মুখ না খুললেও আদালতের নির্দেশ কার্যকর করতে আয়োজন চলছে বলেই জানিয়েছেন তাঁরা। যদিও আদালতের নির্দেশ সত্বেও গত ২ বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধ করতে পারেনি প্রশাসন। এবছর কোভিড আবহে প্রশাসনের কাছে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল বিষয়টি। এখন দেখার বিষয় এই যে কতটা তৎপরতার সঙ্গে মোকাবিলা করতে পারে কেএমডিএ।