শনিবার সকাল থেকেই মুখ ভার কলকাতার আকাশের। সেইসঙ্গে ভোরে বিভিন্ন জায়গায় ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা ও পার্শ্ববর্তী জেলাগুলিও। আগামী ২৪ ঘণ্টা এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর মেঘ সরলেই ঠান্ডার আমেজ ফিরবে কলকাতায়। কয়েকদিন ধরে রাতে ঠান্ডার শিরশিরানী ভাব বজায় থাকলেও দিনেরবেলায় ভ্যাপসা গরমে বিরক্ত শহরবাসী। তবে এদিনের মেঘ বৃষ্টিতে স্বস্তি। পাকাপাকিভাবে শীত আসতে খুব বেশি অপেক্ষা করতে হবে না শহরবাসীকে।

বাংলা মাসের প্রথম সপ্তাহ থেকেই পাহাড় থেকে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা নামবে। মেঘাচ্ছান্ন আবহাওয়ার পরিবর্তন হলেই ভেল্কি দেখাতে পারে উত্তুরে হাওয়া। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, তামিলনাড়ুর কাছে সমুদ্রের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু রাজ্যে ঢুকছে। একইসঙ্গে রাজ্যে যে উত্তর-পশ্চিম বায়ু আসছে, তা ঠান্ডা এবং শুষ্ক। তার জেরে দু’ধরনের মেঘ তৈরি হয়েছিল, সেই মেঘেই সামান্য বৃষ্টিপাত কলকাতা সহ জেলাতে।

পশ্চিমের জেলাগুলিতে পারদ গত কয়েক দিনের তুলনায় বেশ নিম্নমুখী। আবহাওয়া বিজ্ঞানীদের আশা, আগামী সোমবার থেকেই উত্তুরে হাওয়ার দাপট শুরু হবে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মেঘ সরলে আগামী সপ্তাহেই ১৯ ডিগ্রির আশাপাশে নামতে পারে পারদ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।