নগ্নতার শাস্তি প্রাণনাশ! উরফিকে হুমকি। এম ভারত নিউজ

admin

কিছুদিন আগে ক্রমাগত অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য পুলিশে অভিয়োগ দায়ের করা হয়েছে উরফির নামে। তবে এবার তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হল।

0 0
Read Time:3 Minute, 4 Second

শাড়ি হোক বা খোলামেলা পোশাক, কিংবা নগ্নতার চুড়ান্ত, ইদানিং হাল ফ্যাশনের বোল্ড লুকে উরফি জাভেদ রাতের ঘুম কেড়ে নিচ্ছেন তাঁর ভক্ত এবং নেটিজেনদের। দিনকে দিন আরও বেশি বোল্ড হয়ে উঠছেন তিনি। বরাবরই তিনি শিরোনামে থাকতে পচ্ছন্দ করেন । আর এর জন্য মূলত তিনি বেছে নিয়েছেন নগ্নতাকে। একের পর এক নগ্ন ছবি পোস্ট করে তিনি নেটিজেনদের পাগল করে দিচ্ছেন। কিছুদিন আগে ক্রমাগত অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য পুলিশে অভিয়োগ দায়ের করা হয়েছে উরফির নামে। তবে এবার তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হল। এই হুমকি পেতেই রাগে গর্জে উঠেছেন উরফি। সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত বিকাশ পাঠক উরফিকে খুনের হুমকি দেন।

তিনি নিজের একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে উরফির উদ্দেশ্যে বলেন, ‘তুমি শুধরে যাও, তা না হলে আমি তোমাকে শুধরে দেব।‘ এরপর বিকাশকে পালটা জবাব দেন উরফি। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে তিনি হিন্দুস্তানি ভাইয়ের উদ্দেশ্যে লিখেছেন, ‘ আপনি যে মানুষকে এইভাবে গালিগালাজ করছেন সেটা কি এ দেশের সংস্কৃতি? আপনি যে আমাকে খুনের হুমকি দিচ্ছেন তাঁর জন্য আমি পুলিশে অভিযোগ করতে পারি আপনার বিরুদ্ধে। আপনাকে আমি জেলে পাঠাতে পারি। মাস খানেক আগে আপনি আমার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন আবার আমাকেই হুমকি দিচ্ছেন।

নিজের অর্ধেক বয়সী মেয়েদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আপনি কি মনে করেন যুব সমাজে খুব সুন্দর বার্তা দিচ্ছেন?’। এ ব্যাপারে উরফি মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন দেশের আইনি নিরাপত্তা নিয়ে। তাঁর কথায়, একজন যশনামা ব্যক্তি হয়েও যদি তাকে এই ধরনের হুমকির সম্মুখীন হতে হয় তবে সাধারণ নারীদের কী হবে। তাদের নিরাপত্তাই বা কোথায়। আমি কারোর কোনো ক্ষতি করিনি। তাই কাউকে ভয় পাই না। ট্রোলারদের যে তিনি মোটেই ভয় পাননা তা সাফ জানিয়ে দিয়েছেন উরফি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার কয়েক হাজার কর্মী ছাঁটাই টুইটারের। এম ভারত নিউজ

সংস্থার আধিকারিক থেকে নীচু তলার কর্মী, কেউই বাদ পড়েনি তাঁর এই ছাঁটাইয়ের তালিকা থেকে।

Subscribe US Now

error: Content Protected