জেলাশাসক অফিসের সামনে ১৫ দফা দাবি নিয়ে সিটুর অবস্থান বিক্ষোভ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 55 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম:


বীরভূমের সিউড়িতে জেলা শাসক অফিসের সামনে বাম সমর্থিত শ্রমিক সংগঠন এবং কৃষক ও ক্ষেতমজুর সংগঠন সিটুর তরফ থেকে অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে এবার একত্রিতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। আজ বীরভূমের জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। আজ সকাল ১০ টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয় । এই অবস্থান বিক্ষোভে যে ১৫ দফা দাবি রয়েছে। আর এই উদ্দেশ্যেই আজ ভারত বাঁচাও দিবস হিসেবে এই দিনটিকে উদযাপন করছেন তাঁরা।

আজ বীরভূমের এই জেলাশাসক অফিসের সামনে মোট ১৫ দফা দাবি নিয়ে সর্বসমক্ষে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির বিরুদ্ধেও সরব হন তাঁরা। এছাড়াও যে সমস্ত দাবিগুলির সামনে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল, কৃষি আইন বাতিল করা, বিদ্যুৎ বিল প্রত্যাহার করা, পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির রোধ করা এবং যেসকল রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ করছে সেগুলিকে বন্ধ করা।এছাড়াও প্রত্যেক শ্রমজীবী পরিবারগুলিকে মাসে ৭৫০০ টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী দিতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতছাড়ো আন্দোলনের সাংগঠনিক দিবস পালনে সৌমেন মহাপাত্র । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ভারতের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতছাড়ো আন্দোলনের সাংগঠনিক দিবস উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। ১৯৪২ খ্রিস্টাব্দে ৯ই আগস্ট অর্থাৎ আজকের দিনে ব্রিটিশ সরকারকে ভারত ছাড়ার দাবি জানাতে এই আন্দোলন সংগঠিত হয়। যারা নেতৃত্ব দিয়েছিলেন মতমা গান্ধী। শুধু তাই নয় […]
district_681

Subscribe US Now

error: Content Protected