আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে বৃহস্পতিবার বিরাট কোহলিকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন সুনীল গাভাসকার। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে দুবাইয়ের মাঠে চলছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা। আইপিএলের ওই ম্যাচে আরসিবি অধিনায়ক বিরাট কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন। পরে ব্যাটিং করতে গিয়ে মাত্র এক রানে আউট হয়ে ফিরে আসেন। সেইসময় টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন গাভাসকার। কমেন্ট্রিতে তিনি বলে ওঠেন, ‘লকডাউন চলাকালীন কেবল অনুষ্কা শর্মার বোলিং প্র্যাকটিস করেছেন কোহলি। যাও ভিডিও দেখো। আর এতে বিশেষ লাভ হবে বলে আমার মনে হয় না।’ এতেই দানা বাঁধে বিতর্ক। উল্লেখ্য, লকডাউন চলাকালীন মুম্বইয়ের অ্যাপার্টমেন্টের ছাদে একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল ‘বিরুষ্কা’কে। সেই ভিডিও প্রসঙ্গেই যে এদিন গাভাসকর এমন মন্তব্য করেন সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি। এতেই বেশ চটেছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘মিস্টার গাভাসকর আপনার মন্তব্য কুরুচিকর ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি জানতে চাই একজন ক্রিকেটারের খারাপ পারফরম্যান্সের জন্য তাঁর স্ত্রী’কে দায়ী করে আপনি কীভাবে এমন একটি মন্তব্য করলেন?’। যদিও শুক্রবার পাল্টা জবাব দিয়েছেন গাভাসকারও। তাঁর দাবি, তাঁর বক্তব্যের ভুল অর্থ করা হয়েছে।