Read Time:1 Minute, 17 Second
যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫, আশঙ্কাজনক ৫। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের চন্ডিপুরের গুড়গ্রাম এলাকায়। এদিন ভোরে একটি যাত্রীবাহী বাস দিঘার দিকে যাচ্ছিল। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ লাগে। দুর্ঘটনায় ১৫ জন আহত হন, যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

মুখোমুখি সংঘর্ষ লাগার সময় বিকট শব্দে স্থানীয়রাই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের প্রচেষ্টাতেই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্ডীপুর থানার পুলিশ। এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক। পরে পুলিশি হস্তক্ষেপে জাতীয় সড়ক যানজট মুক্ত হয়।
best article, i love it
Thank you for your comment ! stay connected