ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হল টেক্সাসের ক্ষুধার্ত মানুষদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন টেক্সাসের এই ভয়াবহ পরিস্থিতিকে মাথায় রেখেই তাদের জন্য থাকার জায়গা, খাদ্য এবং আর্থিক সহায়তায় কথা ঘোষণা করেছিলেন তবে পাশাপাশি, অন্যান্য বিভিন্ন সংস্থার থেকেও সাধারণ মানুষকে সহায়তা করার চেষ্টা চলছে।

ডেমোক্রেটিক কংগ্রেসের অল গ্রীন জানিয়েছেন, টেক্সাসের বহু মানুষ এখনো পর্যন্ত সাহায্যপ্রার্থী। সকাল সাতটা থেকে বহু মানুষ সেখানে অপেক্ষা রত অবস্থায় ছিলেন খাদ্য গ্রহণের জন্য। অল গ্রীন জানান ,তাদের পরিকল্পনা মতো ঐদিন এক হাজার মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলেন তাঁরা। তাদের এই পরিকল্পনায় তাদের সাথে সহায়তা করেছেন বেথেলের পরিবারের চার্চ । পূর্ব অনুরোধ মতো প্রায় ৩০ টি প্লেটের খাবারের ব্যবস্থা করেছেন তাঁরা।

বর্তমানে এই শীতের ঝড় টেক্সাসকে নানা ক্ষয় ক্ষতির মুখে এনে দাঁড় করিয়েছে। পাশাপাশি এই বরফের চাঁই পরিষ্কার করতে অনেক বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হতে পারে। তবে বর্তমানে তাদের একমাত্র উদ্দেশ্য যারা সব থেকে বেশি সমস্যায় রয়েছেন পাশাপাশি যাদের সত্যিই খাবারের প্রয়োজন, তাদের পাশে দাঁড়ানো। তাদের সহায়তা করা। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে জানান সাধারণ মানুষের পাশে এই কঠিন পরিস্থিতিতে থাকতে পারে তাঁরা খুবই আনন্দিত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উত্তরাখান্ড বিপর্যয় আপডেট । এম ভারত নিউজ

গত ৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের যে হিমবাহ ধস ঘটেছিল, তার ফলে প্রায় ২০৪ জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন, পরবর্তীতে উদ্ধারকার্য বাহিনীর সহায়তায় দিনরাত উদ্ধারকার্য চালিয়ে বহু মানুষের প্রাণের হদিস পাওয়া গিয়েছে । তবে এখনো পর্যন্ত প্রায় ১৩৬ জনের প্রাণের সন্ধান পাওয়া যায়নি ,বলেই জানাচ্ছে উত্তরাখণ্ড সরকার। সেক্ষেত্রে তাদেরকে মৃত ঘোষণা করা হতে […]

Subscribe US Now

error: Content Protected