কোভ্যাকসিন চুক্তিতে এবার কাঠগড়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

কোভ্যাকসিন চুক্তিতে এবার কাঠগড়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট । ইতিমধ্যেই বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ব্রাজিলের সুপ্রিমকোর্টের তরফ থেকে। ভারত থেকে করোনা টিকা কেনার ক্ষেত্রে চুক্তিতে বেনিয়মের অভিযোগের কারণেই কাঠগড়ায় তোলা হয় ব্রাজিলের প্রেসিডেন্টকে। জানা যায়, এরই প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ এর ফেব্রুয়ারি মাসেই ভারত বায়োটেকের কাছ থেকে ২ কোটি কোভ্যাকসিন কেনার কথা ছিল ব্রাজিল সরকারের । গুণমান নিয়ে জটিলতা কাটার পর গতমাসেই চুক্তিতে সম্মতি জানানো হয়।

প্রসঙ্গত উল্লেখ্য ফাইজারের তুলনায় দাম বেশী কোভ্যাকসিনের , আর এবার তা কেনা নিয়ে প্রশ্ন তুলেছে মন্ত্রিসভার এক অংশ। তাঁদের প্রশ্ন কোভ্যাকসিনের দাম বেশি হওয়া সত্ত্বেও,কেনো এই টিকা কিনতে চাইছে ব্ব্রাজিল? এর পেছনে ব্রাজিলের প্রেসিডেন্টের হাত থাকার সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন তারা। ইতিমধ্যেই চুক্তি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের তরফে। প্রাথমিক রিপোর্টে কোনও বেনিয়ম না মিললেও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আপাতত ওই চুক্তি স্থগিত রাখা হচ্ছে।

যদিও ভারত বায়োটেকের তরফে এই বিষয়ে পরিষ্কার ভাবে একটি বিবৃতিতে জানানো হয় সমস্ত নিয়ম মেনেই করা হয়েছে এই চুক্তি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি রোসা ওয়েবার ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী ৯০ দিনের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের বিমান দুর্ঘটনা ফিলিপিন্সে । এম ভারত নিউজ

ভয়াবহ বিমান দুর্ঘটনা ফিলিপিন্সে, মোট ৮৫ জন মানুষ নিয়ে ভেঙে পড়ল একটি সেনা বিমান। জানা যায় ওড়ার সময় দক্ষিণ ফিলিপিন্সে ভেঙ্গে পড়ে এই বিমানটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা গেছে আজ সকালেই এই ঘটনাটি ঘটে । যদিও সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে সেনা প্রধান জেনারেল সিরিলিটো সবেজানা জানিয়েছেন, এই […]
news_78

You May Like

Subscribe US Now

error: Content Protected