তীব্র খাদ্য সংকট আফগানিস্তানে ! সমস্যায় আফগানবাসী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি আফগানিস্তান। ইতিমধ্যেই তীব্র খাদ্য সংকটে ভুগছে সেই দেশ। ক্রমেই ফুরিয়ে আসছে সেদেশের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র। রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই। রাষ্ট্রসংঘের মুখপাত্র জেন্স লার্ক জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ইতিমধ্যেই। খাদ্য পরিকাঠামোর পাশাপাশি ভাঙতে চলেছে সেদেশের স্বাস্থ্য পরিকাঠামোও। আর সেই পরিস্থিতিতে মানবতার খাতিরে আফগানীদের সহায়তা করার জন্য প্রয়োজন ৬০ কোটি ডলারের। ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশ্বের দরবারে ৬০ কোটি ডলার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। আফগানিস্তানের একটা বড় অংশের মানুষ বর্তমানে তীব্র সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করেছে তালেবানরা আর তারপর থেকেই অনিশ্চয়তার দিন গুনছেন আফগানবাসী। গতকালই সেদেশের সরকার গঠন করা হয়েছে। তালিবানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে নয়া সরকারের বিভিন্ন মন্ত্রী পরিষদের তালিকা। আর এই পরিস্থিতিতেই ভেঙে পড়তে চলেছে ওই দেশের পরিকাঠামো। ইতিমধ্যেই খাদ্যাভাবে ভুগছে সে দেশের সাধারণ মানুষ। ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামোও। তবে আগামী দিনে তালিবান সরকার গঠন হওয়ার পরে ঠিক কী পরিবর্তন আসতে চলেছে ,তা নজরে রাখার বিষয়ে বলেই মনে করছে জাতিসংঘ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কাঁথিতে শুভেন্দুর বিরুদ্ধে সরব কুণাল ঘোষ । এম ভারত নিউজ

বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গণেশ পুজো উদ্বোধন করতে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সরব হলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আত্মরক্ষার জন্য দিল্লির দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনটাই মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি একই নিশানায় বিজেপি কে কটাক্ষ করতে ছাড়লেন না কুনাল ঘোষ। তিনি বলেন শুভেন্দুর […]
News_1242

Subscribe US Now

error: Content Protected