রাজধানীতে ১০ মাস বাদে খুলল স্কুল, থাকছে কড়া গাইডলাইন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 40 Second

করোনা আবহে বন্ধ রাখতে হয়েছিল স্কুল কলেজ, তবে করোনার জের কাটিয়ে ফের শুরু করা হলো স্কুলের কার্যকলাপ।গত সপ্তাহে বিবৃতি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, সামনেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার আগে প্রি-বোর্ড পরীক্ষা আছে। ইতিমধ্যে স্কুল বন্ধ থাকার দরুন যে পরিমাণ ক্ষয়ক্ষতি ছাত্র-ছাত্রীদের হয়ে গেছে তাতে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকেও নজর দিতে হবে। পাশাপাশি মানতে হবে কড়া গাইডলাইন। তবে আপাতত স্কুল খুলবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীর জন্য। যদিও স্কুলে আসার জন্য কোনও পড়ুয়াকে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছে রাজ্য সরকার।

দিল্লির সরকারের তরফ থেকে প্রত্যেকটি স্কুল খোলার জন্য যে গাইডলাইন জারি করা হয়েছে তা হল:

১। স্কুলে পাঠরত কোন ছাত্র-ছাত্রী , শিক্ষক-শিক্ষিকা অথবা কোন কর্মীবৃন্দের মধ্যে যদি কোন উপসর্গ পরিলক্ষিত হয় ,সেক্ষেত্রে তাকে ঢুকতে দেওয়া হবে না।

২। বিদ্যালয় আসার পূর্বে নিতে হবে অভিভাবকের অনুমতি পত্র। অনুমতি পত্র না দেখাতে পারলে ,স্কুলের দরজা খোলা হবে না তার জন্য।

৩। শ্রেণিকক্ষ করতে হবে স্যানিটাইজড। প্রত্যেকের মুখে মাস্ক আবশ্যক। শুধু শ্রেণীকক্ষেই নয় বিদ্যালয়ের অন্যান্য জায়গাতেও মানতে হবে সামাজিক দূরত্ব।

৪।কোভিড বিধি মানার ক্ষেত্রে বিশেষ ক্লাস এর আয়োজন করা হয়েছে।

৫। স্কুলের পক্ষ থেকে ট্রমা সাপোর্টের ব্যবস্থাও করা হয়েছে ।

গত সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে স্কুল খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র। সেক্ষেত্রে পূর্বেই উত্তর প্রদেশ উত্তরাখান্ড এবং অন্ধ্রপ্রদেশ স্কুল খুলেছিল। পাশাপাশি নতুন বছরের ওই তালিকায় অংশ নিল কেরল ,অসম, ইত্যাদি রাজ্য গুলি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নন্দিগ্রাম থেকে আমিই লড়ব : মমতা। এম ভারত নিউজ

২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান নন্দীগ্রাম থেকে ,ঘোষণা মমতা ব্যানার্জির। নন্দীগ্রাম তার কাছে লাকি, ২০১৬ সালে এখান থেকেই বিধায়ক পথে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী । যদিও আজ তিনি দলের সাথে নেই ,যোগ দিয়েছেন বিজেপিতে। তাই বিধায়ক হীন এই কেন্দ্রে নিজেই দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে […]

Subscribe US Now

error: Content Protected