নিজস্ব প্রতিনিধি, বীরভূম : সিউড়িতে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো গতকাল রাত্রে। ভস্মীভূত হয়ে গেল পরপর তিন-তিনটি বাড়ি। ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের পুকুরপাড় এলাকায়। গতকাল গভীর রাতে হঠাৎই আগুন লাগে। তবে পরপর তিনটি বাড়িতে আগুন লাগার কারণ ঠিক কি এটা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ।
আগুনে পুড়ে গিয়েছে সবকটা বাড়ি ।আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার বেশি সম্পত্তি গ্রাস করে নিয়েছে আগুন। পরবর্তীকালে খবর দেওয়া হয় সিউড়ির দমকল বাহিনীকে । দমকল বাহিনীর একটি ইঞ্জিন প্রথমে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় কিন্তু স্থানীয় মানুষেরা দাবি তোলে আরও ইঞ্জিন নিয়ে এসে তড়িঘড়ি ঐ সমস্ত বাড়ি গুলি কে বাঁচাতে ।সেই মোতাবেক সিউড়ি দমকল বাহিনী আরো দুটি ইঞ্জিনকে পাঠায় ঘটনাস্থলে মোট তিনটি ইঞ্জিন মিলিয়ে প্রায় ভোর পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ঠিক কি কারনে পরপর তিনটি বাড়িতে আগুন লাগল এই নিয়ে তৈরি হয়েছে রহস্য ।যদিও পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত আরম্ভ করেছে । অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি যদি তিনটি ইঞ্জিন না এসে আগুন নেভাতো তাহলে আরও কয়েকটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হতো। এইজন্য তাঁরা দমকল বাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন।