নিজস্ব সংবাদদাতা, হাওড়া : করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করল উলুবেরিয়া স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের চিকিৎসা সুনিশ্চিত করতে গ্রামীণ হাওড়ায় উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতলে রুপান্তরিত করা হয়েছে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। আর সেই হাসপাতলে আগত কোভিড আক্রান্ত রোগীদের উৎকন্ঠায় দিন কাটানো পরিবারের সকল সদস্যদের রান্না করা খাদ্যসামগ্রী প্রদানের অনন্য নজির গড়ল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানার অন্তর্গত বাড়বেড়িয়া ব্রতচারী ধামের সদস্যরা।

আজ এই উদ্যোগের দ্বিতীয় দিনে সংগঠনের তরফে রোগীর পরিবারের অপেক্ষমাণ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয় ভাত,ডাল,সবজি ও ডিম সহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী। স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগে খুশি রোগীর পরিবারের সদস্যরা। প্রত্যন্ত কৃষি প্রধান এলাকার দরিদ্র মানুষদের পাশে থাকতে এই উদ্যোগ বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত এই কর্মসূচী চলবে বলেই জানালেন সংস্থাটির সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম ছোট ছোট কমিউনিটি কিচেন তৈরির প্রচেষ্টা নিচ্ছেন অনেকেই। করোনা পরিস্থিতি মোকাবেলায় এই সমস্ত প্রচেষ্টাকারী ব্যক্তিদের কুর্নিশ।