0
0
Read Time:1 Minute, 6 Second
সোমবার হলিউডের আয়রন ম্যান, অ্যাভেঞ্জার্স-এর জনপ্রিয় অভিনেত্রী গিনিথ পালত্রো ৪৮ বছরে পা রাখলেন । নিজের ৪৮ তম জন্মদিন পালন করলেন জন্ম পোশাকের ছবি দিয়ে, অর্থাৎ একেবারে নগ্ন হয়ে ‘জন্মের পোশাক’-এই নিজেকে মেলে ধরেছেন গিনিথ । জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে নিজের এমনিই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। গাছের মাঝে নগ্ন শরীরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মুখে পরিচিত হাসি। ডানহাত দিয়ে নিজের স্তন ঢেকে রেখেছেন তিনি। পা ক্রস করে দাঁড়িয়ে সাইড থেকে তুলেছেন ছবিটি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছুই না, শুধু জন্মের পোশাকে আজ… ধন্যবাদ জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য…’।