0
0
Read Time:1 Minute, 15 Second
সংসদের নতুন ভবন নির্মাণ করবে টাটা। যার জন্য খরচ হবে ৮৬১.৯০ কোটি টাকা। প্রতিদ্বন্দ্বি সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো ওই ভবন তৈরি করতে ৮৬৫ কোটি টাকা চেয়েছিল। তাদের পেছনে ফেলে প্রায় ৮৬১.৯০ কোটি টাকাতেই নতুন সংসদ ভবন তৈরি করে দেবে টাটা। ক্ষমতায় আসার পরই সংসদের নতুন ভবন নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিল মোদী সরকার। সাংসদের সংখ্যা বাড়লে আর বসার জায়গা দেওয়া মুশকিল। সেই ভাবনা থেকেই থেকেই নয়া ভবন তৈরির ভাবনা সরকারের। খবর অনুযায়ী নতুন ভবন তৈরি করতে সময় লাগবে ২১ মাস। ভবনটি নির্মাণ করা হবে বর্তমান সংসদ ভবনের পাশেই। এর জন্য কেন্দ্রীয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট খরচ ধরেছে ৯৪০ কোটি টাকা। জানা গিয়েছেন ভবনটি দেখতে হবে ত্রিভূজাকৃতি। পুরনো ভবনটি মেরামত করে অন্য কাজে ব্যবহার করা হবে।