অনুমতি ছাড়াই অবৈধ নির্মাণের অভিযোগে এই বছর জানুয়ারিতেই পালি হিলে ৪৮ কোটি টাকা দিয়ে বানানো কঙ্গনা রানওয়াতের অফিস ভাঙছে BMC । আজ বুধবারই দুপুর ১২.৩০ নাগাদ কঙ্গনার অনুরোধে এই নির্মাণ বিষয়ক শুনানি ছিল মুম্বই হাইকোর্টে । তার আগেই বৃহন্মুবাই মিউনিসিপ্যাল কর্পোরেশানের বুলডোজার এসে ভাঙচুর শুরু করে । সম্প্রতি মুম্বইকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা । তাতেই মুম্বই প্রশাসন চটে গিয়ে অভিনেত্রীকে আচমকাই নোটিস ধরিয়ে দেয় পাশাপাশি জবাব দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয় । কিন্তু, কঙ্গনার জবাব পৌঁছনোর আগেই এই দৃশ্য ।
শুধু অফিস নয় অবাধে ভাঙচুর চলে কঙ্গনার বাড়ির ভিতরেও । রাস্তায় লোকজন ভিড় করেন এই ভাঙচুর দেখার জন্য । কঙ্গনা এই বিষয়ে ট্যুইট করে জানান, “এটা গণতন্ত্রের মৃত্যু। এই কারণেই মুম্বইকে পাকিস্তান বলেছিলাম।” উদ্ধব ঠাকরেকে তিনি বাবরের সঙ্গে তুলনা করেন । বলেন, “বাবরের প্রতিনিধিত্বে রামমন্দির ভাঙা হচ্ছে।”