পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মিছিল করল জেলা বিজেপি নেতৃত্ব। রবিবার মাধাখালি থেকে উদবাদাল পর্যন্ত বাইক মিছিল করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষ, বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাত, জেলা সভাপতি অনুপ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। পাশাপাশি মিছিলে কয়েক হাজার মানুষ যোগ দেন।

বিজেপির অভিযোগ, এদিন মিছিল উদবাদালের উদ্দেশ্যে যাওয়ার সময় দুখিয়া বাজারের কাছে তৃণমূল তাঁদের বাধা দেয়। বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে তাঁদের পথ আটকানো হয়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

অন্যদিকে, এদিনের মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর পূর্ব মেদিনীপুরে বিজেপি শক্তি বৃদ্ধি দেখে ভোটের আগে কার্যত চাপে রয়েছে তৃণমূল,এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।