0
0
Read Time:1 Minute, 28 Second
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে চড়ছে ভোট উত্তাপের পারদ। চরম ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসনে। শনিবার সব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের সভাকক্ষে নির্বাচনী বিষয় সংক্রান্ত এক বিশেষ বৈঠক সারলেন জেলা নির্বাচন আধিকারিক অভিজিৎ মুখোপাধ্যায়। পাশাপাশি জেলার সাংবাদিকদেরও নির্বাচনী বিধিনিষেধের বিষয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। এদিন ভিভি প্যাট ও ইভিএম মেশিন ব্যবহার নিয়ে একটি প্রদর্শনীও করা হয়।
আগামী ২৭ মার্চ প্রথম দফায় পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। হাতে সময় খুব একটা নেই। আর তাই শেষ মুহূর্তে চরম ব্যস্ততা জেলা প্রশাসনের। রীতিমত হাতে কলমে এদিন নির্বাচনের যাবতীয় বিধি ও ভিভিপ্যাট ও ইভিএম সংক্রান্ত মেশিনের ব্যবহারের খুঁটিনাটি দিক দেখানো হয়।