Read Time:1 Minute, 18 Second
এর আগে করোনা ভাইরাস আরও অনেক প্রভাব ফেলতে পারে বলে দাবি করেছিলেন ‘হু’ কর্তা টেড্রস আধানম ঘ্রেব্রিয়াসেস । তবে এবার আশার কথা শোনালেন তিনি । আজ একটি ভিডিও কনফারেন্সে হু কর্তা জানিয়েছেন, করোনার সংক্রমণ আর দু’বছর স্থায়ী হতে পারে এবং তার পর থেকেই ধীরে ধীরে এর প্রকোপ কমতে শুরু করবে। বিশ্বের একটা অংশের মধ্যে তৈরি হবে হার্ড ইমিউনিটি। ভাইরাসও দুর্বল হবে।

বর্তমানে বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি । সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় আট লাখ মানুষের । আবার সংক্রমণ বেড়েছে চিনে। ইউরোপ, আমেরিকায় শীতের সময় ভাইরাস সংক্রমণ বাড়ার সম্ভাবনাও রয়েছে । সারা বিশ্বের মানুষ আজ করোনার জন্যে আতঙ্কিত । ‘হু’ আশার খবর শোনালেও অপেক্ষা এখনও দু-বছরের । সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে সাধারন মানুষকে ।
