নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ সারা দেশজুড়ে শুরু হয়েছে আদিবাসী সম্প্রদায়ের একশ্রেনীর মানুষের শিকার উৎসব। আর এই শিকার উৎসবে সামিল শিকারিদের হাতে বেঘোরে প্রাণ যায় লুপ্তপ্রায় সংরক্ষিত বন্য প্রানীর। আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন চোরাশিকারিরাও উৎসবের নামে এই অপকর্ম করেন। আর সেই সমস্ত চোরা শিকারিদের হাত থেকে বন্যপ্রাণ রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সচেষ্ট অসাধারণ উদ্যোগ নিল হাওড়া যৌথ পরিবেশ কর্মী মঞ্চ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার সংগঠনের তরফে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া,শ্যামপুর,বাগনান,আতা,জয়পুর,উদয়নারায়নপুর,জগৎবল্লভপুর,পেঁড়ো সহ একাধিক থানা এলাকার প্রত্যন্ত গ্রামে গুলিতে মাইকিং করে প্রচার,লিফলেট বিতরনের পাশাপাশি প্লার্কাড মেরে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহন করা হয়। এদিনের এই প্রচার অভিযানে সামিল হন সংগঠনের সদস্যরা। দিনে দিনে বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকা বৃহৎ থেকে বৃহত্তর হয়েছে ।এবার পরিবেশ সচেতনতা কথা মাথায় রেখেই সেই তালিকাকে সংক্ষিপ্ত করার বার্তা দিলেন এই সংস্থার সদস্যরা।