মেঘালয়ে তৃনমূল প্রার্থী কারা? প্রকাশ্যে এল বিধানসভার তালিকা। এম ভারত নিউজ

admin

সুতরাং সেখানে তিনিই যে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে।

0 0
Read Time:2 Minute, 42 Second

ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই মেঘালয়ের বিধানসভা নির্বাচনের জন্য় প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ের মোট ৬০ টি আসনের মধ্যে ৫২ টি আসনে প্রার্থী সংখ্যা ঘোষণা করা হয়েছে। রাজ্য তৃণমূলের তরফে টুইট করে এই খবর জানানো হয় আজ। মেঘালয়ের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মুকুল সাংমা একসাথে দু’টি আসনে লড়বেন বলে ঠিক করা হয়েছে। সোংসাক এবং তিকরিকিল্লা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সাংমাকে। সুতরাং সেখানে তিনিই যে মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। মেঘালয় বিধান সভায় নিজেদের প্রভাব বিস্তার করতে বেশ কয়েকবার মেঘালয় সফর হয়ে গিয়েছে রাজ্য তৃণমূল দলের।

ডিসেম্বর মাসেই দুই দিনের সফরে মেঘালয় গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মেঘালয়ের সাধারণ মানুষের মন জয় করতে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের আদলে WE কার্ড দেওয়ার ঘোষণাও করেছে তৃণমূল কংগ্রেস। যে কার্ডের মাধ্যমে মহিলাদের মাসিক ১ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। প্রসঙ্গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং বিজেপি জোট বেঁধে সরকার গঠিত হয়েছিল। তবে এবার এই দুই দলের মধ্যে যথেষ্টই ফাঁটল তৈরি হয়েছে। সম্প্রতি দুই বিধায়ক এনপিপি থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। মেঘালয়ের বাকি আটটি আসনে অন্য় কোনও দলের সঙ্গে তৃণমূল জোট বাঁধতে পারে বলে সূত্রের খবর। দলবদল ঠেকাতে এত আগে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শ্রদ্ধাঞ্জলি গুজরাট সরকারের, প্রয়াত হীরাবেন দেবীর নামে ’চেক ড্যাম’। এম ভারত নিউজ

প্রদীপ দেবের উপস্থিতিতে গত বুধবার ড্যামটি উদ্বোধন করা হয়।

Subscribe US Now

error: Content Protected