কাজ না করলেই বহিষ্কার! ভোট প্রচারে কড়া বার্তা অভিষেকের। এম ভারত নিউজ

admin

পঞ্চায়েত ভোট জিতেই যদি কোনও প্রধান ভেবে নেন যা খুশি করবেন তা হবে না, কেননা অভিষেক নিজে ভোটের ৩ মাস পর ৬৪টি গ্রাম পঞ্চায়েত পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন।

0 0
Read Time:3 Minute, 5 Second
Politics_515

দুয়ারে পঞ্চায়েত ভোট। মাঠে নেমে প্রার্থী নির্বাচন থেকে প্রচার সবটাই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ফালাকাটায় প্রচারে গিয়ে কর্মী সমর্থকদের আগাম সতর্ক করলেন অভিষেক। তিনি জানান, পঞ্চায়েত ভোট জিতেই যদি কোনও প্রধান ভেবে নেন যা খুশি করবেন তা হবে না, কেননা অভিষেক নিজে ভোটের ৩ মাস পর ৬৪টি গ্রাম পঞ্চায়েত পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। তবে নির্দলদের তৃণমূলে কোনও জায়গা নেই বলে আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

তিনি আরও জানান ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে, কাজ না করলে বাদ দেওয়া হবে বলেও সাফ জানান তিনি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হবেন সেই তালিকা ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করেছেন। এবং সেই তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু অনেকেই সেই তালিকা মেনে না নিয়ে নির্দল হিসেবে প্রার্থী মনোনয়ন জমা করেছিলেন।

দলের তরফে ঠিক করে দেওয়া প্রার্থীকে কেউ না মেনে নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পাশাপাশি মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। বলেন, ‘ক্ষমতা থাকলে রিপোর্ট কার্ড আনুন’। একইসঙ্গে বলেন, ‘বিজেপি ২০১৯ সালে জিতে এখানকার সাংসদ জন বার্লা, তার দুটি কাজ দিল্লির পা চেটে নম্বর বাড়ানো আর বাংলার মানুষের বিরোধিতা করে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া। আপনারা যাদের ভোটে দিয়ে নির্বাচিত করেছেন, সেই বিজেপি সাংসদ বিধায়করা দিল্লিতে গিয়ে বলছে, বাংলার মানুষের টাকা বন্ধ করে দাও’। সঙ্গে হুঁশিয়ারি, ‘বাংলার মানুষ দু’বেলার জায়গায় ১ মুঠো ভাত খেয়ে থাকবে, কিন্তু বহিরাগতদের কাছে মাথা নিচু করবে না, বশ্যতা স্বীকার করবে না। পঞ্চায়েত ভোটের পর দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস সংগঠিত করবে’।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গল্ফগ্রিনে সায়নীর দুটি ফ্ল্যাট! ইএমআই আসে কোথা থেকে? জানতে চায় ইডি। এম ভারত নিউজ

বেসরকারি ব্যাঙ্ক থেকে ওই ঋণ নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে ইডি। ঋণের কাগজপত্র তাঁর কাছে দেখতে চাওয়া হয়েছে।

Subscribe US Now

error: Content Protected