ইসরো থেকে মহাকাশে পাড়ি দিল ইওএস-০১ (EOS-01)। শনিবার দুপুর ৩.১২ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে পিএসএলভি-সি৪৯ (PSLV-C49)-রকেটের ভিতর এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করে পাঠানো হয় পৃথিবীর কক্ষে। পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে এই উপগ্রহটিকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা (PSLV) বসিয়ে দেবে পৃথিবীর কক্ষে। এরই সঙ্গে বিদেশি আরও ৯টি উপগ্রহ মহাকাশে নিয়ে গিয়েছে ইসরোর রকেট।
এই স্যাটেলাইটের মাধ্যমে জানা যাবে জলবায়ুর বদল থেকে আবহাওয়ার গতিপ্রকৃতি। অনেক দূর থেকে ছবি তুলতে সক্ষম এই স্যাটেলাইট। দিন ও রাতের ছবি তুলতে এবং নজরদারি চালাতেও পারে। শনিবারের উৎক্ষেপণটি ইসরোর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ইসরো প্রধান কে শিবম। ইসরো সূত্রে খবর, ২০২৭ সালের মধ্যে আরও সাত হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।