অনির্বানের গানের পাল্টা জবাব দিলেন রুদ্রনীল-বাবুল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:4 Minute, 18 Second

রাজ্য রাজনীতির চাপানউতোর চিরকালের| কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বহিরাগত শব্দটা বেশ কানে বিঁধছে| সে কারণেই অভিনয় জগতের বেশ কয়েকজন তারকা গান গেয়েছিলেন – “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব।” এটাই ছিল অনির্বাণ ভট্টাচার্যদের গানের বার্তা। সেই গানেরই পাল্টা জবাব দিলেন বাবুল-রুদ্রনীল|গানের মাধ্যমেই বলা হল ‘তুমি অন্য কোথাও যেও না তুমি এই দেশেতেই থাকো’। ‘সিটিজেনস ইউনাইটেড’ ফেসবুক পেজের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল এই মিউজিক ভিডিও “নিজেদের মতে, নিজেদের গান”।

ওই গানের কথা লিখেছিলেন অনির্বাণ ভট্টাচার্য এবং সুর সাজিয়েছিলেন শুভদীপ গুহ। এছাড়াও অর্ক মুখোপাধ্যায়, শুভদীপ গুহ, অনির্বাণ, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, উজান চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেনকে মিউজিক ভিডিওটিতে দেখা গেছে অর্থাৎ তারাও ওই গান গেয়েছিলেন । আর ভিডিওতে দেখা গিয়েছে যে পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, রেশমি সেন, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো একঝাক বড় পর্দার তারকাকে।

আর এই গানের প্রসঙ্গেই রাজ্য বিজেপির সভাপতি মাননীয় দিলীপ ঘোষ বলেছিলেন “শিল্পীদের বলছি আপনারা নাচুন, গান গান। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন। না হলে রগড়ে দেব।” এই উক্তি নিয়েই বিগত কয়েক দিন গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন অনেকেই।এমনকি মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন একাধিক তারকাও| কৌশিক সেন, ঋদ্ধি সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা।এমনকি দিলীপ ঘোষের দলেরই অর্থাৎ বিজেপির ই তারকা সদস্য রূপাঞ্জনা মিত্র, বনি সেনগুপ্তও এই মন্তব্যের বিরোধিতা করেন। তবে বিজেপির রুদ্রনীল ঘোষ দলের রাজ্য সভাপতির পাশে দাঁড়িয়ে অনির্বাণদের গানের যোগ্য জবাব দিয়েছেন|

অবশ্য যাঁরা এই গানটি তৈরি করেছেন তাঁরা আদতেই নিরপেক্ষ হওয়ার ভান করছেন। আর ভোটের আবহে একটি নির্দিষ্ট দলের হয়েই প্রচার করতে চাইছেন তারা। তারকারা নিজেদের জনপ্রিয়তাকে ব্যবহার করেই মানুষকে রীতিমতো বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এমন অনেক অভিযোগই করেছিলেন। বুধবার বিজেপির ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে গানটি পোস্ট করে লেখা হয় “বড় যত্ন করে মিথ্যে বলে বিকৃত করে ইতিহাস, বৃথা স্বপ্ন দেখো বাঙালি আবার পড়বে তোমার সিলেবাস”। বিজেপির একাধিক প্রার্থী গান গেয়েছেন,বাবুল-রুদ্রনীল ছাড়াও রয়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্যও|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে : মমতা । এম ভারত নিউজ

ইতিমধ্যেই বঙ্গে তিন দফার নির্বাচন সম্পন্ন হয়েছে| নির্বাচন কমিশনের তরফ থেকে সুষ্ঠু ভাবে ভোট করানোর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, অধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে|১০ তারিখ অর্থাৎ শনিবার চতুর্থ দফায় যাদবপুর আসনে নির্বাচন। নির্বাচনের আগে বুধবার সন্ধেয় যাদবপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো। জনসভায় তুলোধোনা […]

Subscribe US Now

error: Content Protected