0
0
Read Time:1 Minute, 6 Second
বিজেপির কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের শ্যামচক গ্রামে।
অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি স্বপন কুমার প্রধানের বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে। স্বপন কুমার প্রধান বিজেপি করেন বলেই বোমাবাজি করা হয় বলেই দাবি তাঁর। বেশ কয়েকবার তাঁকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ মণ্ডল সভাপতির।
অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে। এতে তৃণমূল জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।