0
0
Read Time:1 Minute, 6 Second
ফের বলিউডে শোকের ছায়া। প্রয়াত বলিউড তারকা অজয় দেবগনের ভাই অনিল দেবগন। মঙ্গলবার ট্যুইটারে নিজের ভাইয়ের মৃত্যুসংবাদ দেন অজয় ৷ অজয় দেবগনের ভাই অনিল দেবগন ছিলেন একজন পরিচালক ৷ ‘রাজু চাচা’ এবং ‘ব্ল্যাকমেল’ – অজয় দেবগন অভিনীত এই দুটি ছবিরই পরিচালক ছিলেন অনিল ৷ এছাড়াও সন অফ সরদারে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন।
টুইটারে অজয় লেখেন, ‘‘গত রাতে আমি আমার ভাইকে হারিয়েছি ৷ ওঁর মৃত্যুতে শোকস্তব্ধ
আমাদের গোটা পরিবার। ওঁকে মিস করব আমরা ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই অতিমারীর জন্যই কোনও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি ৷ ’’ তবে কি কারণে অভিনতার ভাইয়ের মৃত্যু হল তা স্পষ্ট করেননি অজয়।