করোনা অতিমহামারী ঠেকাতে সতর্কতামূলক প্রচার ‘জন আন্দোলন’ কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । দেশজুড়ে সতর্কতার প্রচার চালানোর জন্য পরিকল্পনা নিয়েছেন মন্ত্রীসভার সদস্যেরা যা সম্প্রচার করা হবে সারা দেশে । প্রচার করা হবে নানা ভাসায় । দেশের বিভিন্ন রাজ্যে প্রচার চালাবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । প্রধানমন্ত্রীর বক্তব্য অনলাইনে শোনানো হবে। দেশের আমজনতা থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা , খেলাধূলা, শিল্প-সংস্কৃতি, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তরাও এই প্রচারে অংশ নিতে পারবেন । অতিমহামারীর বিরুদ্ধে গড়ে তোলা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ভ্যাকসিন যতদিন না আসছে, ততদিন সতর্ক থাকতে হবে নিজেদেরই । তার জন্য রাস্তায় বেরোলে মাস্ক বাধ্যতামূলক । সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম ভাঙলে চলবে না । হাত ধুতে হবে ঘন ঘন, স্যানিটাইজার রাখতে হবে সঙ্গে ।
