ছবি মুক্তির আগেই শাহরুখের ২ সিনেমার আয় ৫০০ কোটি। এম ভারত নিউজ

admin

চলতি বছরের জানুয়ারি মাসে ‘পাঠান’ মুক্তির পর আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘জওয়ান’। জানা গিয়েছে, গানের স্বত্ব, স্যাটেলাইট, ডিজিটাল মিলিয়ে ‘জওয়ান’ থেকে আপাতত আয় ২৫০ কোটি টাকা।

0 0
Read Time:3 Minute, 26 Second

ফের খবরে বাদশা। একের পর এক ছবির কাজে ব্যস্ত নায়ক। অভিনয়ের ক্যারিয়ারে শাহরুখের প্রতিদ্বন্দ্বী এখন বোধহয় শাহরুখ নিজেই। চলতি বছরের জানুয়ারি মাসে ‘পাঠান’ মুক্তির পর আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘জওয়ান’। জানা গিয়েছে, গানের স্বত্ব, স্যাটেলাইট, ডিজিটাল মিলিয়ে ‘জওয়ান’ থেকে আপাতত আয় ২৫০ কোটি টাকা। এখানেই শেষ নয়। ‘জওয়ান’ ছবির পর তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাদশা। তাঁর হাতে আছে ‘ডাঙ্কি’ ছবিটি। ছবি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। এই ছবিটি প্রযোজনা করছে রেড চিলি। ছবিতে শাহরুখ খান, তাপসী পান্নু ছাড়াও আছেন বোম্যান ইরানি। জানা গিয়েছে, এই ছবি থেকেও প্রায় ২৩০ কোটি মতো আয় হয়েছে। এই ছবির গানের স্বত্ব, স্যাটেলাইট, ডিজিটাল বিক্রি হয়েছে। যার থেকে আয় হয়েছে ২৩০ কোটি।

২০২৩ সাল শাহরুখ খানের অভিনয় জীবনে অন্য মাত্রা এনে দিয়েছে। বছরের শুরুতেই প্রজাতন্ত্র দিবসের মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে ‘পাঠান’ ইতিহাস তৈরি করেছে। শাহরুখের নিজস্ব প্রযোজনা সংস্থার রেড চিলিজের ব্যানারে ২০২৩-এর মাঝামাঝি সময়ে এবং শেষের দিকে দুটি ছবি ‘জওয়ান’ এবং ‘ডাংকি’ আবারও বক্স অফিসে ঝড় তোলার অপেক্ষায়। শাহরুখ খানের আগামী দুটি ছবি ‘জওয়ান’ ও ‘ডাংকি’-র মধ্যে প্রাথমিক পার্থক্য হচ্ছে ‘জওয়ান’ হিন্দি ছাড়াও তামিল ও তেলুগুতে ডাব করা হয়েছে। কিন্তু ‘ডাংকি’ মুক্তি পাচ্ছে শুধুই হিন্দি ভাষায়। ‘জওয়ান’ এর স্বত্ব বিক্রি হয়েছে বিভিন্ন ভাষায়। ‘ডাংকি’-র ক্ষেত্রে শুধু হিন্দিতে।

এদিকে সদ্য নাকে অপারেশ করিয়ে দেশে ফিরেছেন বাদশা। মুম্বই এয়ারপোর্টে দেখা মিলেছে তাঁর। সঙ্গে ছিলেন গৌরি খান ও ছোট ছেলে আব্রাম। সদ্য খবরে এসেছিল শাহরুখ কানের নাকের অপারেশন করিয়েছেন বাদশা। ছবির কাজে বেশ কিছুদিন ধরে দেশের বাইরে ছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসে চলছিল তাঁর আসন্ন ছবির শ্যুটিং। সেখানে শ্যুটিং করতে গিয়ে হঠাৎই চোট পান বাদশা। নাক দিয়ে শুরু রক্তক্ষরণ। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'তৃণমূলেরও অনেক ব্যালট বাতিল হয়েছে', গুরুতর অভিযোগ মমতার। এম ভারত নিউজ

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মমতা বলেন, এখানে অনেকে কাজ করেন। কো-অর্ডিনেশন কমিটির অনেক সরকারি কর্মচারী রয়েছেন।

Subscribe US Now

error: Content Protected