প্রাথমিক অবস্থার ক্যান্সার শনাক্তকরণে যুগান্তকারী আবিষ্কার ভারতীয় বৈজ্ঞানিকদের। সেলুলার বায়োলজির একটি বিতর্কিত অংশে উদ্ভূত এটি এমন এক আবিষ্কার যেটি আরও বেশ কিছু পরীক্ষানিরীক্ষার পর স্বীকৃত হলে কার্যতই কয়েক বিলিয়ন ডলার মূল্যের ব্যাবসায়িক সম্ভাবনা রয়েছে। একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে এই আবিষ্কারটি ১০০% নির্ভুলতার সাথে ক্যান্সার শনাক্ত করতে সক্ষম। যে ১০০০ জনের উপর পরীক্ষাটি চালানো হয়েছিল প্রত্যেকেরই স্টেম সেল পরীক্ষা করে নির্ভুলভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়েছে।
এই পদ্ধতিতে ২৫ধরণের ক্যান্সার শনাক্ত করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার টিউমার ছড়িয়ে পড়ার আগেই ক্যান্সার শনাক্ত করতে সক্ষম এই আবিষ্কার। এই যুগান্তকারী আবিষ্কারটি সম্ভব হয়েছে মুম্বাই ভিত্তিক ল্যাব এপিজেনার্স বায়োটেকনোলজি প্রাইভেট লিমিটেড এবং সিঙ্গাপুর ভিত্তিক টিজার ল্যাবস প্রাইভেট লিমিটেড এর যৌথ চেষ্টায়। টিজার ল্যাবের কর্মকর্তা আশিষ ত্রিপাঠী জানান, “আমরা সাধারণ রক্ত পরীক্ষা থেকে, টিউমার গঠনের আগেই, সমস্ত ধরণের ক্যান্সারকে প্রাথমিকভাবে সনাক্ত করতে সক্ষম এই আবিস্কারের মাধ্যমে।”
ক্যান্সারের আধিক্য যেমন বেড়েই চলেছে, ঠিক তেমনই বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে নাটকীয় পরিবর্তন এসেছে ক্যান্সারের চিকিৎসাতেও। যদিও সেই সমস্ত চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষেই তা চালিয়ে যাওয়া সম্ভব হয়না।
এবার এই নতুন আবিষ্কারের ফলে একেবারে প্রাথমিক স্তরে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে তা কার্যতই ক্যান্সারে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষকে নতুন জীবন দান করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।