আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন বিপিন রাওয়াতকে । এম ভারত নিউজ

admin

তামিলনাড়ুর কুন্নুরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গিয়েছেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত।

0 0
Read Time:2 Minute, 21 Second

তামিলনাড়ুর কুন্নুরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গিয়েছেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। ওই একই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের । পাশাপাশি নিহত হয়েছেন আরও ১১ জন সেনাবাহিনীর কর্মী। আর তারপরই আজ তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হচ্ছে ইতিমধ্যেই। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য সেনাপ্রধানরা। যদিও গতকাল সন্ধ্যায় তাঁদের মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লিতে। আজ দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং । মোট ৪৫% শরীর দুর্ঘটনায় পুড়ে গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ ব্রার স্কোয়ার শ্মশানে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে । জানা যায় সেখানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খাট্টার, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এছাড়াও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে শেষ শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন সম্পন্ন করা হল ব্রিগেডিয়ার জেনারেলের। আজ এই শ্রদ্ধার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেকেও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় খবর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য । এম ভারত নিউজ

এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল সংসদ। জানা যাচ্ছে এবার নিজের বিদ্যালয়ে বসেই পরীক্ষা দিতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।

Subscribe US Now

error: Content Protected