রেল রোকো আন্দোলন, ব্যাহত ট্রেন পরিষেবা । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 51 Second

অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল চারটে অবধি রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছিল সংযুক্ত কৃষক মোর্চা। সকাল থেকে পাঞ্জাব ও অপর কয়েকটি রাজ্যে আন্দোলনকারীরা লাইনে বসে পড়েন। ১৬০ টির বেশি ট্রেনের চলাচল ব্যাহত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছিল কৃষকদের রেল রোকো কর্মসূচি৷ চলে বিকেল ৪টে পর্যন্ত৷ যদিও কৃষকদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল এই আন্দোলন হবে শান্তিপূর্ণ৷ রেলের ক্ষয়ক্ষতি বা সম্পত্তি ভাঙচুরের মত কোনও ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছিলেন কৃষকরা৷

রেল সূত্রে খবর, ফিরোজপুর ডিভিশনের চারটি সেকশনে এদিন অবরোধ হয়। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, বিভিন্ন জেলায় এদিন রেল অবরোধ হয়েছে। সরকার এখনও আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না।

বৃহস্পতিবার ঘটনার পুনর্গঠন করার জন্য আশিস মিশ্রকে লখিমপুর খেরিতে নিয়ে যায় পুলিশ। আশিসের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অঙ্কিত দাস। পুলিশের গাড়ির সাহায্যে সেদিনের ঘটনার পুনর্গঠন করা হয়। একটি ছবিতে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ। ঘটনার পরেই পুলিশ এলাকাটি ঘিরে দেয়নি কেন তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহানগরীর রাস্তায় উদ্ধার চিতাবাঘের ছাল। এম ভারত নিউজ

ভয়াবহ কান্ড মহানগরীতে। এবার মহানগরীর রাস্তায় উদ্ধার হল চিতা বাঘের ছাল। হ্যাঁ ভাবতে অবাক লাগলেও সত্যি, মুচি পাড়া থানার ক্রিক লেনে, রাস্তার ধার থেকেই উদ্ধার হল এই চিতা বাঘের ছাল। ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা যাচ্ছে রাস্তার ধারে কাপড় জরানো অবস্থায় দুটি চিতা বাঘের ছাল। […]

Subscribe US Now

error: Content Protected