Read Time:1 Minute, 7 Second
মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। করোনা কালেই চুপিসারে বহুদিনের প্রেমিক কুণাল বর্মাকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। আজ মুম্বইয়ের এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। এদিন ইনস্টাগ্রামে খুশির খবর জানান কুণাল। তবে এখন সদ্যোজাতের ছবি দেননি তাঁরা। সোশ্যাল মিডিয়াতেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন পূজা। সেই সময় খবর ছড়িয়েছিল, বিয়ের আগেই নাকি গর্ভবতী হয়েছিলেন তিনি। পরে জানা যায়, করোনা পরিস্থিতির জেরে বড় অনুষ্ঠান করে বিয়ে সারতে না পারলেও রেজিস্ট্রি সেরেছেন পূজা এবং কুণাল। তবে
পরিস্থিতি ঠিক হলে বড় করে সেলিব্রেশন করার পরিকল্পনা রয়েছেন পূজা ও কুণালের।
