জ্বালানির দাম কমার তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 57 Second

দীপাবলীর আগের রাতেই বড় ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে । দেশবাসীকে দীপাবলীর উপহার হিসেবে জ্বালানির শুল্কে বেশ কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। স্বভাবতই যার ফলে কমে গিয়েছিল পেট্রোপণ্যের দাম। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে ক্রমাগত পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পেতে থাকায় চিন্তার মুখে পড়তে হয়েছিল মধ্যবিত্ত পরিবারগুলিকে। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া এই সিদ্ধান্তের স্বভাবতই খুশি হয়েছে সকল মধ্যবিত্ত পরিবার গুলি। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্তে উদ্যোগী হয়েছে বহু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলি। সেদিক থেকে একই পথে শুল্ক মোচন করেছে অনেক রাজ্যই। তবে এই তালিকার নাম নেই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের।

প্রসঙ্গত উল্লেখ্য, গত চৌঠা নভেম্বর কেন্দ্র সরকারের তরফ থেকে এক ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল লিটারপ্রতি পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ১০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। মূলত দেশের কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রবির মৌসুমে কৃষকদের সুবিধা করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিল মোদি সরকার। কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয় ভ্যাট কমানোর জন্য। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যের তরফে এই আবেদনে সাড়া দেয়া হয়েছে। জানা যাচ্ছে, যে ইতিমধ্যেই মোট ২২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এই তালিকাটিতে নেই পশ্চিমবঙ্গের নাম। মূলত ভ্যাট না কমানোর তালিকায় নাম রয়েছে এই রাজ্যের। এছাড়াও পাঞ্জাব, রাসস্থান এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর, মেঘালয়, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরলের নাম রয়েছে এই তালিকায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উত্তর ভারতের রাজনীতিতে নয়া চাল মোদির। এম ভারত নিউজ

উত্তর ভারতীয় রাজনীতিতে নয়া চাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জানা যাচ্ছে, কেদারনাথকেই তুরুপের তাস করে উত্তর ভারতীয় রাজনীতিতে অধিপত্য বিস্তার করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। দীপাবলি থেকে শুরু করে লাগাতার উত্তর ভারতে রয়েছেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগেই গ্লাসগো থেকে ফিরে এসেই, জম্মু-কাশ্মীরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই নওশেরা সেনাছাউনিতে ভারতীয় জওয়ানদের […]

Subscribe US Now

error: Content Protected