পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ কর্মী ইউনিয়ন আন্দোলন শুরু করে নিজেদের বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে। দাবি না মানলে নবান্ন ঘেরাও করার হুমকি দেয় সংগঠনের রাজ্য নেতৃত্ব। পুরুলিয়া জেলার হরিপদ সাহিত্য মন্দিরে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার প্রায় ৭৫০ জন প্রতিনিধি, রাজ্য স্তরের সংগঠক, পুরুলিয়া জেলা সভাপতি উমাকান্ত মাহাতো প্রমুখ নেতৃত্ব।

কর্মীরা দাবি জানায় যে গত বছর ২৩ জানুয়ারি খাতড়া জনসভায় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের ১৪ হাজার কর্মরত প্রাণী সম্পদ বিকাশ কর্মীকে উৎসাহ ভাতার বদলে মাস মাইনের করা হবে। প্রতিশ্রুতির এক বছর পেরিয়ে ২০২১ এও সেই ব্যবস্থা করা হয়নি রাজ্যের তরফ থেকে এবং মাত্র ১৫০০ টাকায় উৎসাহ ভাতার বিনিময়ে ২৪ ঘণ্টা পরিষেবা দিতে হয় তাদের। এত স্বল্প টাকায় করোনা পরিস্থিতিতে সংসার সামলাতে নাজেহাল হতে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ কর্মীদের।