বিশ্বের ইতিহাসে এক নতুন নজির , ভারতীয় মহিলা বিমান চালক এর একটি দল উত্তর মেরুর অভিযানকে সফল করার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই সানফ্রান্সিসকো থেকে প্রায় ষোল হাজার কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করেছেন তারা। এই অভিযানের পরিচালনার দায়িত্বে রয়েছেন জোয়া আগারওয়াল। উত্তর মেরুর ওপর দিয়ে যেকোনো পরিস্থিতিতেই বিমান উড়ানো এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের বিষয়। তবে ভারতীয় মহিলা বিমান চালক এর এই দল মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছেন নিজেদেরকে এই নজির তৈরি করার উদ্দেশ্যে।
একটি সাংবাদিক বৈঠকে জোয়া আগারওয়াল জানান, পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এই উত্তর মেরু কে দেখার সুযোগ পান না তবে তারা এতটাই ভাগ্যবতী যে, এই নতুন ইতিহাস রচনায় তারা সাক্ষী হয়ে থাকবেন। এয়ার ইন্ডিয়া তরফ থেকে তাকে ভরসা করায় তার দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন তিনি। জোয়া আগারওয়াল ছাড়াও এ টিমে রয়েছেনথানমাই পাপাগারি, আকাঙ্খা সোনাওয়ানে, শিবানি মানহাস। নিজের টিমকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন তিনি।
অপরদিকে এয়ার ইন্ডিয়ার কর্ণধারেরা জানিয়েছেন ,উত্তর মেরু উপর দিয়ে বিমান চালানো সর্বদাই দক্ষতার ডিমান্ড করে। সেখানে এইরূপ মিশনের দায়িত্ব দেওয়া যায় মাত্র জোয়ার মতই পাইলটকে। তিনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন । জোয়া অসামরিক বিমান চালনা করেন। বোয়িং ৭৭৭ এর মত বিমানচালনা করা, তার কাছে অত্যন্ত গর্বের বিষয় বলেই জানিয়েছেন তিনি।