0
0
Read Time:1 Minute, 3 Second
রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে মদের দাম নির্ধারিত করা হয়েছে । যার ফলে ১লা নভেম্বর রবিবার অর্থাৎ আজ থেকেই বাড়ছে রাজ্যে বাড়ছে বিদেশী মদের দাম । ভারতে উৎপাদিত মদের দাম বাড়বে ২৫ থেকে ৩০ শতাংশ। এমনিতেই করোনা আবহে প্রতিবারের তুলনায় মদ বিক্রির হার যথেষ্ট কম ছিল তার ওপর দাম বেড়ে গেল বিক্রি আরও কমতে পারে বলেই আশঙ্কা বিক্রেতাদের । মদ বিক্রির ক্ষেত্রে ২২টা নতুন স্ল্যাব তৈরি হয়েছে। প্রতিটি বিভাগে ওয়াইন ও বিয়ারের জন্য নতুন দাম নির্দিষ্ট করা হয়েছে। এক্ষেত্রে দোকানে পুরোনো মদের স্টক থাকলে, তা পুরোনো দামেই বিক্রি করা যাবে বলেই জানিয়েছে সরকার ।