ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন , নরেন্দ্র মোদী রেসকোর্সের নেমেছে তার কপ্টার । আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেড সমাবেশে পৌঁছে যাবেন তিনি। বঙ্গ ভোটের আগে আজ ঐতিহাসিক মহাসমাবেশে ব্রিগেডের দাগ দিয়েছে ভারতীয় জনতা পার্টির সুপ্রিমো নরেন্দ্র দামোদর মোদি।১২ লক্ষের ব্রিগেড সমাবেশের আশায় কলকাতায় আসছেন তিনি। দুপুর দুটোয় শুরু হওয়ার কথা এই ব্রিগেড । আর তার আগেই মোদি এসে পৌছলেন কলকাতায়।
রবিবার বেলা ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হবেন নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে পৌঁছান নির্ধারিত সময় বলা হয়েছিল দুপুর ১টা ২০ মিনিটে। কলকাতা বিমানবন্দরের থেকে রেসকোর্সের দিকে রওনা দিয়েছেন কপ্টার চেপে প্রায় ১:২৫ নাগাদ। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন ব্রিগেডের মহাসমাবেশের মাঠে । সাধারণ মানুষের ভিড় উপচে পড়তে দেখা যাচ্ছে ব্রিগেডের মাঠে । পাশাপাশি একই মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের । সদ্য বিজেপিতে যোগ দেওয়া অনেক নেতারাই রয়েছেন এই মঞ্চে।