
নিজস্ব সংবাদদাতা, ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি কোভিড হসপিটালে মঙ্গলবার রাতে উদ্ধার হল এক করোনা আক্রান্তের ঝুলন্ত দেহ। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে মৃত করোনা রোগীর নাম শিবুরাম ঘোষ(৪৮)। চন্দ্রকোনা থানার পালংপুর গ্রামের বাসিন্দা তিনি । মঙ্গলবার ভোর তিনটে নাগাদ হাসপাতালের গেটে গামছা জড়ানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান কর্তবরত কর্মীরা। কর্মীদের নজর এরিয়ে কীভাবে আত্মহত্যা করলেন তিনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের ছেলে পিযুষ ঘোষ। তিনি বলেন “দশদিন আগেই বাবাকে ভর্তি করেছিলাম হাসপাতালে। মাঝে মধ্যে খোঁজ নিতাম,কিন্ত এর মধ্যেই এই কান্ড। এদিন চন্দ্রকোণা থানার পুলিশ বাড়িতে গিয়ে খবর দেয় আমাদের।” এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুরের উপস্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গি। তিনি জানিয়েছেন ” খুবই মর্মান্তিক একটি ঘটনা। কিন্তু কর্তব্যরত কর্মীদের নজর এরিয়ে কীভাবে মৃত্যু হল ঐ ব্যক্তির, তা তদন্ত করে দেখা হচ্ছে।দোষ প্রমানিত হলে শাস্তি দেওয়া হবে দোষীদের।”