ভারত বনধে জাতীয় সড়ক অবরোধ, মোদীর কুশপুতুল দাহ

user
0 0
Read Time:1 Minute, 33 Second

দেশজুড়ে কৃষি বিলের প্রতিবাদে বনধ ডেকেছে ৩১ টি কৃষক সংগঠন । বিক্ষোভের আঁচ পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে। শুক্রবার সকালে দুই শতাধিক কৃষক মিছিল করে জাতীয় সড়কের ওপর বিক্ষোভ দেখায়। মিছিলে সামিল হয় ২৫০ টি কৃষক সংগঠন সহ এসইউসিআই দলের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। প্রায় এক ঘণ্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ। পাশাপাশি কোলাঘাট থানার দেউলিয়া বাজারে 6 নম্বর জাতীয় সড়ক আধ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভকারীরা।
এদিন কৃষক বিলের প্রতিলিপিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সিপিআইএমের সারা ভারত কৃষক সভা সংগঠনের সদস্যরা।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। এদিন অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখার হুশিয়ারি দেয় আন্দোলনকারীরা। এদিকে অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে কোলাঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারত বনধের ডাক ৩১ টি কৃষক সংগঠনের

কৃষি বিলের প্রতিবাদে কৃষক সংগঠনের তরফে শুক্রবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। বিলের প্রতিবাদে পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র সহ দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা এই বনধে অংশ নেবেন।আপাতত বনধ সফল করতে ৩১ টি কৃষক সংগঠন এগিয়ে এসেছে। অন্যদিকে ২৪ সেপ্টেম্বর থেকে পঞ্জাবে চলছে ‘রেল রোকো’ আন্দোলন। যার জেরে ফিরোজপুর রেলওয়ে বিভাগে […]

Subscribe US Now

error: Content Protected