নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, CBI-এর জালে উপেনের ‘রঞ্জন’। এম ভারত নিউজ

Mbharatuser

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর নাম রাজ্যবাসীর মুখে শোনা যায়

0 0
Read Time:3 Minute, 1 Second

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাগদার বাসিন্দা রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালেই তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারীরা। সিবিআইয়ের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার চন্দন। শুক্রবার দুপুরে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সেই সঙ্গে আরও ছজনকে গ্রেফতার করা হয়েছে, যাঁরা এজেন্ট হিসেবে কাজ করতেন বলে অভিযোগ।

মাস কয়েক আগে এই চন্দন মণ্ডলের নাম সামনে এনেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। তিনি ‘সৎ রঞ্জন ‘নাম ব্যবহার করে প্রথম চন্দনের বিরুদ্ধে অভিযোগ সামনে আনেন। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চন্দনের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নাম প্রথমে সামনে আনেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর নাম রাজ্যবাসীর মুখে শোনা যায়। কিন্তু প্রকাশ্যে তাঁর দেখা মেলেনি।

এদিকে, চন্দন মণ্ডলের গ্রেপ্তারির খবর পাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কে, সৎ রঞ্জন গ্রেপ্তার হয়েছে তো? হ্যাঁ, আমি জানি।’ এরপর রীতিমতো সংশয় প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘কিন্তু কী হবে? কিছুই হবে না। গত ৭-৮ মাস ধরে তো তদন্ত চলছে। এখন তাঁকে গ্রেপ্তার করে কী হবে?’ কার্যত নিয়োগ তদন্তে সিবিআইয়ের পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ মহা শিবরাত্রি, এই দিনের গুরুত্ব কি? জানুন। এম ভারত নিউজ

ফুল ফল মালা সহযোগে দেবাদিদেবকে তুষ্ট করবেন ব্রতীরা

Subscribe US Now

error: Content Protected