বুকে ব্যাথা নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় তথা হাওড়া (শহর) তৃণমূল সভাপতির। রবিবার ভোরে আচমকাই শ্বাসকষ্ট, বুকে অনুভব করেন তিনি। এরপরই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, শনিবার থেকেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। যদিও হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে, রবিবার ভোর থেকে অবস্থার অবনতি হতে শুরু করে।

দলীয় সূত্রে খবর, শনিবার বিকেলে হাওড়া তৃণমূল সদর কার্যালয়ে ছিলেন অরূপ রায়। সেইসময় বুকে ব্যথা অনুভব হয় তাঁর। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেসহাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।
অন্যদিকে, রাজ্যের অন্যান্য জেলাতে ভোটের প্রভাব ব্যাপকভাবে পড়লেও হাওড়া জেলা নিয়ে বেশিই চাপে রয়েছে তৃণমূল শিবির। দলের একাধিক নেতা-মন্ত্রী ইতিমধ্যেই দলের বিরুদ্ধে সুর চড়িয়ে মন্ত্রিত্ব ছেড়েছেন। কাউকে আবার দল বিরোধী কাজ করায় বহিষ্কৃত হতে হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অরূপ রায়ের সঙ্গে সংঘাতের বিষয়টিই সামনে এনেছেন অভিযোগকারীরা। ফলে রাজনীতির ময়দানে ক্রমশই চাপ বাড়ছে রাজ্যের সমবায় মন্ত্রীর উপর। তার প্রভাবই শরীরেও ওপর পড়ল বলে মনে করছেন কেউ কেউ।